রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় র্যাব-৫ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ রতন (৩০) নামের এক যুবক আটক করেছে। বুধবার (২০ মার্চ) রাত্রি আনুমানিক ৮টার দিকে বাঘা উপজেলার হেলালপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব।
আটককৃত রতন চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ঘটনাস্থল রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর (মুছার ঈদগাহ) গ্রামস্থ জনৈক মোঃ দোয়েল সাংবাদিক এর বসতবাড়ীর দক্ষিণ দিকে ও জনৈক মোঃ আঃ সুবহান এর ফসলি জমির দক্ষিণ পার্শ্বে অবস্থিত চারঘাট টু বাঘা গামী পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই উক্ত ঘটনাস্থলে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের গোয়েন্দা দল তাকে ঘটনাস্থলেই আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী স্বীকার করে যে, তার নিকট অবৈধ অস্ত্র ও গুলি আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের সাথে কোমরের সামনের দিকে খাকী ও লাল রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ পিস্তল ও গুলি উদ্ধার করে।
এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।