নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সকাল-সন্ধ্যা সুপার মার্কেট (ওয়াপদা) ও পলাশ বাজার এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ । এ সময় মূল্য তালিকা না থাকার অপরাধে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘মূল্য তালিকা না থাকার অপরাধে তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে যাতে কাউকে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যবসায়ী পণ্যের দাম নিয়ে নয়-ছয় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিন।
নরসিংদী
১৬/০৩/২০২৪