যুক্তরাজ্যের আরও জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি হুথিদের

জন্মভূমি নিউজ ডেস্ক :

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, লোহিত সাগরে যুক্তরাজ্যের আরও জাহাজে হামলা চালাবে তারা। গতকাল শনিবার (২ মার্চ) ব্রিটিশ মালিকানাধীন বিশালাকৃতির জাহাজ রুবিমার ডুবে যাওয়ার পর এ হুমকি দেয় তারা।

গত ১৮ ফেব্রুয়ারি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে রুবিমারে হামলা চালায় হুথিরা। এরপর গতকাল এটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

যুক্তরাজ্যের আরও জাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়ে হুথি সরকারের উপপরাষ্ট্রমন্ত্রী হুসেন আল-ইজ বলেছেন, “ইয়েমেন ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেওয়া অব্যাহত রাখবে। নতুন কোনো প্রতিক্রিয়া অথবা ক্ষয়ক্ষতি যুক্তরাজ্যের বিলে যুক্ত করা হবে।”

তিনি আরও বলেছেন, “এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র যেটি ইয়েমেন ওপর হামলা চালায় এবং গাজার বেসামরিকদের ওপর চলমান অপকর্মে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে।”

হুথিদের হামলার ভয়ে বিশ্বের অনেক প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি বর্তমান পরিস্থিতি আরও জটিল করে দেবে এবং ওই অঞ্চল দিয়ে চলাচল করা জাহাজের ইন্সুরেন্সের দাম বাড়িয়ে দেবে। এটি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং ওই অঞ্চলে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটাবে।

বেলিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজটিতে হামলার পরই এটি উত্তরদিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তীরে পৌঁছানোর আগে এটি ডুবে গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে হুঁশিয়ারি দিয়েছিল, জাহাজটিতে সার ছিল। এসব সার এবং জাহাজের জ্বালানি সমুদ্রে মিশে লোহিত সাগরের জীববৈচিত্রের ক্ষতি করছে।

তারা আরও হুঁশিয়ারি দিয়েছিল, জাহাজটিতে থাকা সার ও জ্বালানি তেল সমুদ্রের পানিতে মিশে যাওয়ায় মৎস্য খাত হুমকির মুখে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *