বহু সফল নাটকের নির্মাতা ফরিদুল হাসান এবার ভিন্ন ধারার একক নাটক নির্মান করলেন হেলপারের প্রেম, বাস চালক কচি খন্দকার ঐ বাসেরই হেলপার রাসেল মিয়া,নিয়মিত যাত্রী গার্মেন্টস কর্মী মৌসুমি হামিদ,একই স্টেশনে মৌসুমি হামিদকে বাসে তুলতে গিয়েই যাত্রী সহ ওস্তাদের গালি খেতে হয় রাসেল মিয়াকে তার পরেও নাছোরবান্দার মতো ভালোবাসার মানুষটিকে গাড়িতে তুলতেই সব কিছু মাথা পেতে নেন, যাত্রী সহ ওস্তাদের কাছে নানান ধরনের কৌশল অবলম্বন করে ভালোবাসার মানুষটিকে বাসে তুলেই গাড়ি স্টেশন থেকে গাড়ি ছাড়েন হেলপার,বিড়ি,সিগারেট নেশার আড়ালেও হেলপারের দারুণ প্রেমের আকুতি উঠে এসেছে গল্পে,রাসেল মিয়া বলেন গুনি নির্মাতা ফরিদুল হাসান এর হেলপারের প্রেম এই নাটকে দর্শক আলাদা টেস্ট পাবেন এবং শেষ দৃশ্যে চরমভাবে মনখারাপ করবেন এর বেশি আপাতত গণমাধ্যমকে কিছু বলতে চাইনা তবে সব মিলিয়ে শুধু এই টুকুই বলবো দর্শক গল্পের পরিবর্তন পাবেন, নাটকটি নতুন বছরে বেসরকারি টেলিভিশনে প্রচার হওয়ার পর ব্যাক টু রোড ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে,নাটকটি লিখেছেন হুমায়ুন কবির