
আমাদের জন্মভূমি নিউজ ডেস্ক
রাজশাহীর তানোরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের এজলাসে ভূমি বিরোধে দুই পক্ষের শুনানি চলাকালে ‘মব’ সৃষ্টি করার অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার কলমা ইউনিয়নের ওয়াহাব আলীর স্ত্রী জমিলা খাতুন ( ৩৫), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুল রহমান (৪৫) এবং আব্দুল আউয়াল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তানোর এসিল্যান্ড (সহকারী কমিশনার) অফিসে একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে শুনানি চলছিল। এ সময় গ্রেফতাররা আদালতের ভেতরে ‘মব’ সৃষ্টি করেন। তারা এসিল্যান্ডের প্রতি মারমুখী আচরণ করেন। এজলাসের ওপর চড়াও হয়ে শুনানি বন্ধের চেষ্টা করেন। এমন বিশৃঙ্খলার পর শুনানি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়।
তানোর এসিল্যান্ডের সার্ভেয়ার আব্দুল মালেক জানান, ওই তিন ব্যক্তি আদালতের ভেতরে শুনানি চলাকালে এসিল্যান্ড শিব শংকর বসাকের প্রতি মারমুখি আচরণ করেন। তারা সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তানোর থানায় সরকারি কাজ ও আদালতের কার্যক্রম বিঘ্ন সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
তানোর থানার ওসি শাহীনুজ্জামান বলেন, সরকারি অফিসে এ ধরনের হাঙ্গামা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনি প্রক্রিয়ায় তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। সার্ভেয়ার আব্দুল মালেক বাদী হয়ে মামলা করেছেন।
তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, যারা নিজেদের দাবি আদায়ের জন্য সহিংসতার আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে
