
নিজস্ব সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -০২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা মিজানুর রহমান মিনুর পক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজশাহী মহানগর এর সমর্থন প্রদান। রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক সরদার জুয়েল ও সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ এর নেতৃত্বে প্রতিটি থানা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক সরদার জুয়েল বলেন, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ একজন জাতীয়তাবাদী আদর্শের অগ্রদূত, বিএনপি জোটের পক্ষে সেই শুরু থেকেই ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে জনাব তারেক রহমানের সাথে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রের নির্দেশে আজ আনুষ্ঠানিক ভাবে বিজেপি বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।
মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ বলেন, বিএনপি ও বিজেপি একসাথে আগামীতে কাজ করবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে মিজানুর রহমান মিনুকে বিজয়ী করার লক্ষে আমরা কাজ করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিজেপির যুগ্ম আহবায়ক বাকি চিশতি, মেহেদী হাসান নয়ন, বোয়ালিয়া থানা (উত্তর) বিজেপির আহবায়ক আরিফুল ইসলাম শফি, সদস্য সচিব শিবলি আহমেদ, বোয়ালিয়া থানা (দক্ষিন) বিজেপির আহবায়ক মো: অপু, সদস্য সচিব নোহান, রাজপাড়া থানা বিজেপির আহবায়ক ফারুক হোসেন, চন্দ্রিমা থানা বিজেপির আহবায়ক মো: সাব্বির হোসেন, শাহ মখদুম থানা বিজেপির সিনিয়র যুগ্ম আহবায়ক সূর্য হোসেন চঞ্চল, বাংলাদেশ জাতীয় যুবসংহতি রাজশাহী মহানগর যুবসংহতির আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত আহবায়ক সাগর হোসেন, সদস্য সচিব দুলাল খান, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ রাজশাহী মহানগর আহবায়ক পারভেজ মোশাররফ প্রমুখ
