চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডির প্রার্থী সুমন খাঁনের মনোনয়নপত্র দাখিল

দেশের খবর
Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম সুমন খাঁন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে দলীয় অসংখ্য নেতা–কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিককে বলেন, “এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই।” তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।”
তিনি বলেন, “কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। তিনি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। মনোনয়নপত্র দাখিলের সময় পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় বলে দলীয় নেতাকর্মীরা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা জেএসডির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, এবাদত হোসেন সাহেব,আলী নয়ন,আনোয়ার হোসেন সাগর,জেলা বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ বেনাউল ইসলাম বেনু, মোঃ আব্দুর কুদ্দুস সহ অসংখ্য নেতা ও শুভানুধ্যায়ীরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *