শিবপুরে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সৈয়দ রাসেল জেলা প্রতিনিধি – নরসিংদী।
নরসিংদীর শিবপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সারে ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালীতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন। ইউএনও ফারজানা ইয়াসমিন তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিম,শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ আফজাল হোসাইন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও জাহাঙ্গীর, সমাজসেবা অফিসার এম আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক,শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *