রাজশাহীতে ধাওয়া দিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার

লীড নিউজ
Spread the love

নিজস্ব সংবাদদাতা
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গী থানার মোড়ে চেকপোস্টে ৩০০ গ্রাম হেরোইনসহ ২ যুবককে গ্রেপ্তার করা করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মো: শাকিল (২৪) ও মো: মিলন হোসেন (২৩)। শাকিল রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো: মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মো: মুক্তারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ মো: আজিজুল বারি ইবনে জলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে রাজশাহী’র দিকে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। তখন পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি করে ৩00 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *