শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীতে এনসিপির পূজা মণ্ডপ পরিদর্শন !

রাজশাহী
Spread the love

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (৩০ শে সেপ্টেম্বর) সন্ধ্যার পর অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন।

পাশাপাশি উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের রাজসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে ইমরান ইমন হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *