রাজশাহীতে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৬ মার্চ বুধবার প্রধান কার্যালয় সপুরায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মিস রত্না খাতুন
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে কাজী মুহাম্মদ আব্দুল হালিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় । দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে ও মোঃ শাকিল আহমাদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রধান উপদেষ্টা রাজশাহীর ঠিকাদার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী আইডিইবি জেলা শাখার সদস্য (ছাত্র বিষয়ক) ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল (আরিফ)।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা ও সম্মানের পেশা । দেশ ও জাতির কারিগর সাংবাদিক। সত্য মিথ্যা তুলে ধরা তাদের কাজ। তাই আমি প্রত্যেকটা সাংবাদিক ভাইদের বলতে চাই সত্যকে তুলে ধরুন তবেই দেশ এগিয়ে যাবে । সেই সাথে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকায় প্রধান উপদেষ্টা হিসেবে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও উত্তরবঙ্গ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক এবং রাজশাহী পদ্মা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম.এ.হাবিব জুয়েল, রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতি ও জনতার কথা পত্রিকার সম্পাদক এহসান হাবীব তারা এবং রাজশাহী পদ্মা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হাবীব ।

অন্য এক বক্তব্যে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সোহেল রানা বলেন, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা প্রিন্ট করার অনুমতি পেয়েছি। আমরা ঈদের পর থেকে নিয়মিত পত্রিকা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

ইফতার মাহফিল শেষে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার পক্ষ থেকে পত্রিকার প্রধান উপদেষ্টা, সম্পাদকমন্ডলীর সভাপতি, রাজশাহী পদ্মা প্রেসক্লাবের সভাপতিকে ক্রেস্ট প্রদানের মধ্যে দিয়ে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইঞ্জি: আমিনুল ইসলাম আমিন, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার মফস্বল সম্পাদক ইলিয়াস মোল্লা, সিনিয়র স্টাফ রিপোর্টার বানী ইসরাইল হিটলার,মোঃ ইউনুস আলী স্টাফ রিপোর্টার দুর্গাপুর প্রতিনিধি মোঃ সুমন আমিনুল ইসলাম আমিন, মোঃ তুহিন, মোঃ ইউনুস, মোঃ কবীর হোসেন মোঃকবির হোসেন, শ্রী বিশ্বনাথ হলদার,সিনিয়র সাংবাদিক মোঃ সাঈদ হোসেন শাহী, মিস রত্না খাতুন, মোসা:সেতু তানজিলা ইসলাম মিসকা, উত্তরবঙ্গ প্রতিদিনের স্টাফ রিপোর্টার পিয়াস, রিফাত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *