মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে পেস্টিসাইড অফিসার্স এসোসিয়েশন উদ্যাগে শনিবার মোহনপুর উপজেলার তুলসীক্ষেত্র নামক জায়গায় ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপদেষ্টা আকতারুজ্জামান বাবু (গোল্ডেন এগ্রো কেমিক্যালস লিমিটেড নাভা গ্রুপ ),সিনিয়ার মার্কেটিং অফিসার।
আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মোহনপুর পেস্টিসাইড অফির্সাস এসোসিয়েশন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (জেনারেল এগ্রো কেমিক্যাল লিমিটেড) এরিয়া ম্যানেজার ও সাধারণ সম্পাদক মোঃ রিপন আলী (জান্নাত এগ্রো ) এরিয়া সেলস্ ম্যানেজার সহ সংগঠনের অন্যান্য অফিসার বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইয়াহিয়া খান (গোল্ডেন ক্রপ কেয়ার ), এরিয়া ম্যানেজার।সহ-সভাপতি নাঈম ইসলাম (সেমকো কোঃ লিঃ) মার্কেটিং অফিসার , যুগ্ন- সাধারন সম্পাদক জুয়েল রানা (অরণ্য ক্রপ কেয়ার) মার্কেটিং অফিসার, সাংগঠনিক সম্পাদক, মোঃ সাত্তার আলী (সী ট্রেডস) মার্কেটিং অফিসার, কোষাধ্যক্ষ, নাসির উদ্দিন (এ.এইচ.বি) মার্কেটিং অফিসার, প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন (সিংড লিং) মার্কেটিং অফিসার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন (রুপ ক্রপ কেয়ার) সেলস্ অফিসার, ক্রিয়া সম্পাদক মোঃ মাইনুল ইসালাম,(র্যাভেন এগ্রো কেমিক্যাল) মার্কেটিং অফিসার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান (রুপ ক্রপ কেয়ার) মার্কেটিং অফিসারসহ এসোসিয়েশন সকল সদস্যবৃন্দ।