পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

পাবনা প্রতিনিধি
একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।

‎বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন উপজেলার বাঘইল গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০) রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭) ও ছেলে মুস্তাকিম (২) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাভা এলাকার আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর বাসিন্দা মোস্তফা জামান তোহা (২৫)
‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান বিকেলে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বহরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু পথেই আরও একজনের মৃত্যু হয়।
‎তিনি আরও জানান
ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *