রাজশাহী বাঘায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

রাজশাহী থেকে মোঃ আব্দুস সালাম: সম্প্রতি রাজশাহী জেলার বাঘা উপজেলায় বাউশা ইউনিয়নে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে । এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বাঘার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিডিং কার্ড বানিজ্যের প্রতিবাদে জামায়াতের আয়োজনে মানববন্ধন হচ্ছিল। এসময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপি কর্মীরা মিছিল নিয়ে সেখানে এসে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এর এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের দুইজন জামায়াত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন।

বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মজিবার রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা কর্মসূচি করছিলাম দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। বিএনপির লোকজন আমাদের ওপর অন্যায় ভাবে অতর্কিত হামলা চালিয়েছে।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামায়াতের লোকজন তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিলে তারা সেটি থামানোর চেষ্টা করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেখানে মারামারির তেমন কিছু পাইনি৷ এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *