গোদাগাড়ীতে ভুটভুটি-মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষ, আদিবাসী নারী নিহত

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার বানী ইসরাইল হিটলার
গোদাগাড়ীতে ভুটভুটি-মাহিদ্রার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও ১০ জন গুরুতর আহত।

শুক্রবার (১৬ ফেব্রয়ারী) দুপুর পোনে ৩ টার গোদাগাড়ী-কাকনহাট সড়কের পাহাড়পুর এলাকার দুর্ঘটনা ঘটে। এ সময় ভুটভুটির যাত্রী দিপালী (১৮) ঘটনাস্থলেই মারা যায়। সে উপজেলার কাকনহাট পৌর এলাকা শেরেপাড়া গ্রামের ইমনের স্ত্রী।

এই বিভাগে আরো পড়ুন
রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রাজশাহী মহানগরীতে শীতবস্ত্র বিতরণ করলেন (আরএমপি) পুলিশ কমিশনার
এছাড়াও আরও ১০জন গুরুতর আহত হয়েছেন বলে গোদাগাড়ী ফায়ার স্টেশনের সাব অফিসার নমীর উদ্দীন নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনাকষা গ্রামের জিল্লার রহমানের ছেলে জিয়াউল হক (৩০), গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের বিল্লালের ছেলে হাবিবুল্লাহ (৪), উপজেলা কাকনহাট পৌর এলাকার শেরেপাড়া গ্রামের মনমোহন মেয়ে পুজারী (১৭) ও ছেলে জোসেফ সরকার (২০), জীবনের ছেলে জয়ন্ত (১৪), চয়ন (৮), দুলাল ছেলে রুপালী (৪০), ইমন (২৬), ইমনের ছেলে ইসান (১২ মাস), হাবিবুলের চেলে জিয়ারুল (২২) আহতরা সবাই শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, ভুটভুটি ও মাহিদ্রার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থালেই একজন আদিবাসী নারী নিহত ও ১০জন আহত হয়েছে। দুর্ঘটনা ভুচভুটি ও মাহিদ্রা চুরমার হয়ে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। সেখানে পুলিশ কাজ করছে। সবকিছুই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *