গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্কঃ
জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করছে যেখানে মানুষের মধ্যে কোন বিভাজন থাকবে না।মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে রাষ্ট্রই সকল মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মোঃ মুজিবর রহমান।

তিনি আজ গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন,আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য শুধুমাত্র একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতার হাতবদল নয় বরং ভারসাম্য পূর্ণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

বাসুদেবপুর ইউনিয়ন আমীর অধ্যাপক আব্দুল মাতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডক্টর মোঃ ওবায়দুল্লাহ্ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার তাইফুর রহমান,গোদাগাড়ী উপজেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ মুস্তাফিজুর রহমান,বাসুদেবপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ আব্দুস সাত্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যাপক মুজিব বলেন,ঘুষ,দুর্নীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী; সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও জনগণকে কষ্ট দেওয়ার অশুভ বৃত্ত থেকে সংশ্লিষ্টদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। ব্যক্তিস্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থের বিপরীতে জাতীয় স্বার্থকে প্রধান্য দিয়ে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবো। তিনি দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি আরও বলেন,একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সকল সেক্টরে জনশক্তি তৈরি করতে হবে।শিল্পায়ন সহ নতুন নতুন সেক্টরে কর্মসংস্থানের জন্য কাজ করতে হবে।বেকারত্ব দূরিকরণের জন্য যুবকদের কারিগরী প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি বর্তমান শীতকালীন সময়ে উষ্ণ শিতবস্ত বিতারণের জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *