জয়পুরহাটে ৫১ দিনব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার রাম বাবু বর্মন
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটে ৫১ দিনব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই উৎসবের কার্যক্রম শুরু হয় সোমবার বিকেল ৩টায়।

উৎসবের অংশ হিসেবে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা।

উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সবুর আলী, তৃপ্তি কণা মণ্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সিভিল সার্জন ডা. রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল মাহবুব এবং আবদুর রউফসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।

উৎসব উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জয়পুরহাট জেলায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, গ্রাফিতি আঁকা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানা আয়োজন।

এই উৎসবের মাধ্যমে তারুণ্যের উদ্দীপনা এবং সৃজনশীলতার শক্তি ব্যবহার করে একটি উন্নত, বৈষম্যহীন এবং সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *