নাটোরে বিএনপি’র হস্তক্ষেপে বন্ধ হলো নির্মাণ কাজ

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
নাটোরের লালপুরে আওয়ামীলীগের দেখানো পথে স্কুলের জায়গায় বিএনপি’র অফিস নির্মাণের চেষ্টা, উপজেলা বিএনপির হস্তক্ষেপে বন্ধ হলো নির্মাণ কাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের ফাঁকা জায়গায় মাটি ফেলে দখল করে আওয়ামী লীগের দলীয় অফিস নির্মাণের চেষ্টা করা হয় বিগত সরকারের সময়ে। সেই সূত্র ধরে বর্তমান সময়ে স্থানীয় বিএনপির কার্যালয় কারার চেষ্টা করা হলে লালপুর উপজেলা বিএনপির হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছে।

সোমবার (২৩ডিসেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পিছনে বোয়ালিয়াপাড়া বাজারের আড়বাব-রাধাকান্তপুর সড়কের পাশে বিদ্যালয়ের জমিতে মার্কেট নির্মাণ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। মাসিক ভাড়ায় মার্কেটের দোকান গুলো বরাদ্দ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু কিছু জায়গা এখনো ফাঁকা পড়ে রয়েছে। সুযোগ বুঝে এই ফাঁকা জায়গা দখলে নেয়ার চেষ্টা করে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এর জের ধরে গত ২০ডিসেম্বর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল হামিদ (৫০) তার চা স্টলের পাশে ফাঁকা জায়গা দখল করে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের চেষ্টা করেন। কিন্তু উপজেলা বিএনপির হস্তক্ষেপে দখল মুক্ত হয় বিদ্যালয়ের জায়গা।

বোয়ালিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ (৪৮) বলেন, বিগত সরকারের সময় স্কুলের জায়গায় মাটি ভরাট করে আওয়ামী লীগের অফিস নির্মাণের চেষ্টা করা হয়। এখন বিএনপি সেই চেষ্টা করছে।

এ বিষয়ে আব্দুল হামিদকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, জায়গাটি আমার চা স্টল সংলগ্ন কিন্তু পরিত্যক্ত থাকায় লোকজন সেখানে প্রস্রাব ত্যাগ করে ও ময়লা আবর্জনা ফেলে। এতে দুর্গন্ধে আমার দোকানে লোকজনের বসতে কষ্ট হয়। এছাড়া চা স্টলে লোকজন বসার যথেষ্ট জায়গা না থাকায় পাশে একটি চালা তুলতে চেয়েছিলাম। আমি বিএনপির রাজনীতি করায় বিএনপির লোকজন আমার এখানে এসে বসে। এতে অনেকে মনে করেছিল এখানে বিএনপির পার্টি অফিস নির্মাণ করা হচ্ছে। তাই দলের সুনাম ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, বিদ্যালয়ের জায়গায় দলীয় কোন কার্যালয় নির্মাণের অনুমতি নেই। আব্দুল হামিদ বিএনপি’র দলীয় কোন পদ পদবীতেও নেই। তার চা স্টলের পাশে বিএনপির লোকজন বসার জন্য পলিথিন দিয়ে সে একটি ঘর নির্মাণ করতে চেয়েছিল। কিন্তু দলের সুনাম অক্ষুন্ন রাখতে তাকে নির্মাণ সামগ্রী গুলো সরিয়ে নিতে বলা হয়েছে।

এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার বলেন, “আমাকে না জানিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি বিএনপির অফিস করার জন্য মাটি ফেলে জায়গা উচু করে ঘর নির্মাণ করছিলেন। বিষয়টি গতকাল তৎক্ষণাৎ আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছিলাম।”

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহিনুল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নির্মাণ কাজ বন্ধ করে স্থাপনাটি সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আওয়ামী লীগ সরকারের সময় দলীয় কার্যালয় নির্মাণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *