রাজশাহীতে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির প্রেমিকা

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার রাজশাহী
সাংবাদিকের সঙ্গে কথা বলছেন তরুণী। দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা

বর-কনের বিয়ে পড়ানো শেষ। কমিউনিটি সেন্টারভর্তি অতিথিরা খাওয়ায় ব্যস্ত। হঠাৎ বরের প্রেমিকা দাবি করে অনুষ্ঠানে হাজির এক তরুণী। তারপর হইচই, একপর্যায়ে জোর করে বিয়ের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় ওই তরুণীকে।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী নগরের মনিবাজারে একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ওই তরুণী জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় মামলা করবেন তিনি।

ভুক্তভোগী তরুণীর বাড়ি কুড়িগ্রাম। চাকরির প্রস্তুতি নিতে ঢাকায় থাকেন। পড়াশোনা করেছেন রংপুরের কারমাইকেল কলেজে। আজ বিয়ের পিঁড়িতে বসা যুবক কারমাইকেলে তাঁর সহপাঠী ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানে কর্মরত। বাড়ি রাজশাহীতে। আজ এক আইনজীবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই তরুণ।

তবে বিয়ের অনুষ্ঠানে ছুটে আসা তরুণীর দাবি, কলেজজীবনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। কলেজ শেষ করে তাঁরা ঢাকায় ছিলেন একসঙ্গে। ২০২১ সালে ওই তরুণ তাঁকে বিয়েও করেছেন। যদিও বিয়ের কোনো কাগজপত্র দেওয়া হয়নি।

তিনি জানান, ঢাকা থেকে চলে আসার পরে ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন ওই তরুণ। সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ে ঠেকাতে সম্প্রতি তিনি ওই তরুণের বাড়িও যান। কিন্তু দুর্ব্যবহার করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

বাধ্য হয়ে ওই তরুণী যে তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, তাঁর সঙ্গেও যোগাযোগ করেন। এরপরও ঠেকাতে পারেননি বিয়ে। শেষমেশ তিনি বিয়ের অনুষ্ঠানেই ছুটে আসেন ঢাকা থেকে। তরুণীর অভিযোগ, কেউ তাঁর কথা গুরুত্ব না দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দেয়। স্বীকৃতি না পাওয়ায় এখন তিনি বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা করবেন।

ওই তরুণের চাচা ও খালু দাবি করেন, ওই তরুণীর উদ্দেশ্য ভালো নয়। তিনি তাঁর বিয়ের প্রমাণ দেখাতে পারেননি। তাঁদের বিব্রত করার জন্য বিয়ের অনুষ্ঠানে ছুটে আসেন ওই তরুণী।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ রকম একটা ঘটনার কথা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ থাকাকালেই ওই তরুণী বিয়ের অনুষ্ঠান থেকে চলে যান। থানায় তিনি কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *