মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন বকুলকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার পার্শ্ববর্তী উপজেলা তানোর থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনি সূত্রে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ৫ই আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি মামলার আসামি হওয়ায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন বকুল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রুহুল আমিন জানান, তানোর থানা থেকে আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন বকুলকে ডিবিতে হস্তান্তর করা হলে ডিবি পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।