নিজস্ব প্রতিবেদকঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” রাজশাহী মহানগর শাখার উদ্যোগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ও অ্যাডভোকেট সাইফুল হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখা। মিছিলটি রাজশাহী রেল গেট হতে শুরু করে নিউমার্কেট, অলকার মোড়, বাটার মোর ও মনি চত্বর হয়ে এসে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এবং জিরো পয়েন্টে বিক্ষোভ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ও রাজশাহী মহানগর শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ৷ এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি।
