কালাইয়ে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাইয়ে সিন্ডিকেট ভাঙতে ও ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে আলু তুলে দেয়ার উদ্দেশ্যে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে কালাই উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্যে কেনাকাটার সুবিধার্থে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালাই উপজেলার ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় ‘ছাত্র কৃষক কর্ণার’ ব্যানারে এই ন্যায্য মূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়।

আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালাইয়ের ছাত্র প্রতিনিধি তানিম সরকার, মেফতাহুর রহমান, মাহিরসহ অনেকে।

কালাই পৌরসভা এলাকার আলু ক্রয় করতে আসা শফিকুল, আশিক, নুশরাফ, রানাসহ অনেকে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ৭০ টাকার কেজি আলু ৫০ টাকায় বিক্রি করায় খুশি তারা। বাজার থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা আলুর পাশাপাশি অন্যান্য সবজি ন্যায্য মূল্যে বিক্রির জন্য দাবি করেন।

ন্যায্য মূল্যে বাজার পরিচালনায় সহযোগিতা করা ছাত্র প্রতিনিধি তানিম সরকার বলেন আজকে জনপ্রতি ৫ কেজি করে মোট ৫৬ জন মানুষের মাঝে এই আলু বিক্রি করা হয়েছে। আগামীতে আলুর পাশাপাশি অন্যান্য সবজি এ বাজারে সংযুক্ত করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বলেন বর্তমান বাজারে আলুর কেজি প্রতি ৭০ টাকা বিক্রি হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালো মানের আলু যেন ক্রেতাদের হাতে পৌঁছে সেজন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি আলু ক্রয় করতে পারবেন। বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে এই উপজেলার সাধারণ ক্রেতারা খুব খুশি।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ন্যায্য মূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫০ টাকা কেজি দরে আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারে আলুর দামে কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *