রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১৪

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মো: আল আমিন জয় (২৬), মো: আনারুল হক (৪৫), মো: আতিকুর রহমান (২৬), মো: মজিবর রহমান (৬০), মো: রবিউল ইসলাম রবিন (২৯), মো: আলমগীর হোসেন (৩৫), মো: রাকিব হোসেন (৩০), মো: সজিব (২২),মো: সাব্বির হোসেন আলিফ (২৩), মো: এনামুল (৩৯), মো: তানজিদ ইসলাম সোহান (২৩), মো: শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), মো: তাসনিমুল নাঈম (২৭)।

আল আমিন রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুরের মো: মোস্তাক আহম্মেদের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া। আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে। আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো: আকতার হোসেনের ছেলে। মজিবর রহমান বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে। রবিউল শাহমখদুম থানার ভারালীপাড়ার মো: ইসমাইল হোসেনের ছেলে। আলমগীর পবা থানার মদনহাটি গ্রামের মো: আজহার আলীর ছেলে। রাকিব কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো: আ: গফুর আলীর ছেলে। সজিব বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে। সাব্বির একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এনামুল কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে। তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে। মো: শহীদুল ইসলাম শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে। বিপুল বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে। তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *