রাজশাহীর গোদাগাড়ীতে ফুটবল খেলায়। পদ্মা যুব সংঘ চ্যাম্পিয়ন, রানার্স আপ পালপুর ধরমপুর জাগোরনী ক্লাব

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের উদ্যোগ এক দিন ব্যাপী ২৭ তম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৭ ই নভেম্বর সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উক্ত টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে।

ঐদিন বিকেলে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পদ্মা যুব সংঘ বনাম, পালপুর ধরমপুর জাগরণী ক্লাব অংশ নেয়। ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ খেলায় ০-১ গোল দিয়ে বিজয় অর্জন করে পদ্মা যুব সংঘ।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা (অবঃ প্রাপ্ত) মেজর জেনারেল শরিফ উদ্দিন ।
বিশেষ অতিথি ছিলেন ব্যারিষ্টার মোঃ মাহফুজুর রহমান মিলন ডেপুটি এট্যর্নি জেনারেল, এ সময় অনন্যার মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমির অধ্যাপক আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম জেলার সহ-সেক্রেটারী ড. ওবায়দুল্লাহ, ,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অব.) ডাঃ মোঃ তৌফিকুল ইসলাম হেলাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন , রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মিজানুল ইসলাম।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বজলার রশিদ, রাজশাহী প্রাইম ব্যাংকের কর্মকর্তা মো: নাজিমুদ্দিন প্রমুখ । উক্ত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন প্রধান পৃষ্ঠ পোষক ডা: মো: আশিকুজ্জামান ( রাসেল)। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ ৭০ হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা( অবসরপ্রাপ্ত) মেজর জেনারেল শরীফ উদ্দিন

পুরুস্কার বিতারণ কালে প্রধান অতিথি বক্তবে সকলের উদ্দেশ্যে বলেন, এই টুর্নামেন্ট ঐতিহ্য বহন করে গোদাগাড়ী উপজেলায় দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়ার গণ আসে এখানে খেলতে। আজকের খেলোয়াড় আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই ফুটবল খেলাকে ধরে রেখেই আগামীতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

উক্ত খেলা চালাকালীন সময় মাঠের চারপাশ দিয়ে হাজার হাজার লোকের উপস্থিতি ঘটে পালপুর স্কুল মাঠে। এছাড়াও খেলা উপভোগ করার জন্য বাংলাদেশে প্রথমবারের মত পালপুর হাই স্কুল মাঠে ডিজিটাল স্ক্রিনে সারাদিন ব্যাপী খেলা দেখার ব্যবস্থা ছিলো সাধারণ মানুষের জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *