আত্রাইয়ে সাহাগোলা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Uncategorized
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

আব্দুল মজিদ মল্লিক,
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাহাগোলা ইউনিয়ন বিএনপির দ্বি–বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার পূর্বমিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক এ সম্মেলন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আত্রাই-রাণীনগর বিএনপির অবিভাবক শেখ রেজাউল ইসলাম রেজু,

বিশেষ অতিথি হিসেবে আত্রাই থানা বিএনপির আহবায়ক চকলেট, তছলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি পদে মো: রফিকুল ইসলাম রফিক ২৬৯ ভোটে ও সাধারণ সম্পাদক পদে সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) আব্দুর রশিদ বাবু ২৫০ ভোটে বিজয়ী হন।
অপর প্রতিদ্বন্দি প্রার্থী সভাপতি পদে হাফিজুর রহমান মিঠু ৮৫ ও সাধারণ সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ১০৪ ভোট পেয়ে পরাজিত হয়।

সকাল ১০ টা হতে বিকেল ২.৩০ মিনিট পর্যন্ত সাধারণ ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে এ সম্মেলনে কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে সার্বিক সহযোগীতায় সাহাগোলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *