সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট)।
সারা দেশের ন্যায় নানা আয়োজনে উৎসাহ উদ্দীপনা র মধ্য দিয়ে জয়পুরহাটের কালাইয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গা পূজা। কালাই উপজেলায় এবার ২৪ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। কালাই পৌরসভায় ২টি।আহম্মেদাবাদ ইউনিয়নে ৪টি,পুনট ইউনিয়নে ৬টি, জিন্দারপুরে ২ টি উদয়পুর ইউনিয়নে ৪ টি, মাত্রাই ইউনিয়নে ৬ টি। আজ মহা অষ্টমী, সন্ধি ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ভাবে দায়িত্ব পালন করছেন। কালাই উপজেলায় এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার কোন তথ্য পাওয়া জায়নি।শান্তিপূর্ণ ভাবেই পূজা অনুষ্ঠিত হচ্ছে।