দোয়েলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা রাশেদ

জন্মভূমি নিউজ ডেস্ক :
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে নির্মাতা এন রাশেদ চৌধুরীর সিনেমায় কাজ করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছিলেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’ সিনেমায় অভিনয় করে শুরু করেন এই অভিনেত্রী। এরপর এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’, আহমেদ হুমায়ুনের ‘পটু’সহ আরো কয়েকটি চলচ্চিত্রে দর্শক দেখেছেন তার অভিনয়ের ঝলক। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক, ওয়েব সিরিজ ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা।

এদিকে ‘চন্দ্রাবতী কথা’ সিনেমার নির্মাতা পরিচালক এন রাশেদ চৌধুরীর বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার অভিযোগ আনেন তিনি। ২০১৩-১৪ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। দোয়েলের দাবি, ওই সিনেমার পারিশ্রমিক এখনো বুঝে পাননি দোয়েল।

তিনি বলেন, “সরকারি অনুদানের ‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় অভিনয় করেছিলাম।

পরবর্তী সময়ে সিনেমাটির সহপ্রযোজনায় যুক্ত হয়েছিল বেঙ্গল ক্রিয়েশনস। এটার ডিজিটাল রাইট কিনেছে চ্যানেল আই। সিনেমাটি মুক্তি দিতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। মুক্তির তিন বছর হয়ে গেলেও এ সিনেমার কলাকুশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রডাকশনের লোক টাকা পায় না কেন? পরিচালকের তো সমস্যা হয়নি।
এ বছর তিনি আরো একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন।”

এদিকে অভিনেত্রী দোয়েলের পর সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্মাতা রাশেদ চৌধুরী বলেন, “আমি আজ প্রায় ৩৫ বছর ধরে স্বাধীন সিনেমা আন্দোলনের সঙ্গে যুক্ত। আজ ৬ বছর হলো ‘চন্দ্রাবতী কথা’ সিনেমা শেষ করেছি। সবাই জানেন যে বেঙ্গল এ ছবির সম্পূর্ণ প্রযোজনা স্বত্ব নিয়ে নিয়েছে। এখানে পুরো সিনেমার ব্যয় প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার মধ্যে আমার অনুদানের অর্থ ৩৫ লাখ টাকা আর আমার ব্যক্তিগত ও ধার করা উৎস থেকে আরো ২০ লাখ টাকা জোগাড় করেছি, বাকিটা বেঙ্গলের।

আর এর বিনিময়ে ওরা সিনেমার সম্পূর্ণ স্বত্ব নিয়ে নিয়েছে—এটাও সবাই জানেন। আর চ্যানেল আইকেও ওটিটি স্বত্ব ওরাই দিয়েছে। অথচ আজ পর্যন্ত কোনো ক্রু বা কাস্ট আমাকে ফোনে বা মেসেজে জানাননি যে এখনো ছবির কাজে তাদের বকেয়া পাওনা আছে।”
পাশাপাশি সিনেমাটির সংশ্লিষ্ট ব্যয়ের একটি এক্সেল ফাইল যোগ করেছেন নির্মাতা। যেখানে ক্রু ও কাস্ট পেমেন্ট বাবাদ ১ লাখ ১৪ হাজার টাকা বকেয়া দেখাচ্ছে, যার কিছু এর মধ্যেই পরিশোধ করা হয়েছে।

রাশেদ চৌধুরী বলেন, ‘বেঙ্গলের প্রতিটি সিনেমা প্রকল্পের জন্য একজন করে ইপি নিযুক্ত ছিলেন এবং সব সিনেমার পেমেন্ট হিসাব-নিকাশ তারাই পেমেন্ট করেছেন। এখানে আমার করণীয় আসলে কী ছিল? আর আমার যেসব ক্রু-কাস্ট আমার পরিচিত ছিলেন, তারা হয়তো কেউ কেউ দেরি করে পেমেন্ট নিয়েছেন। আর আমি এমন কোনো ব্যস্ত পরিচালক নই যে আমাকে পেমেন্টসের জন্য ফোন করা বা মেসেজে যোগাযোগ করা যেত না। কিন্তু কেউ মেসেজ করে উত্তর পাননি, এমন তো হওয়ার কথা নয়! আর আমাকে না পেলেও বেঙ্গলের তো অফিস ছিল, মনে করতে পারি, সেখানে দোয়েল নিজে গিয়েও পেমেন্ট নিয়ে এসেছেন একবার। এখানে তো যে কেউ আসতে পারতেন। আর সিনেমা রিলিজের পর আমি যেখানে ইন্টারভিউ বা শোতে গিয়েছি, সেখানে প্রায় সবগুলোতে দোয়েল নিজেও গিয়েছেন, তখনও তো তিনি বা কেউ বকেয়া পাননি বলে জানাননি। আর আমি এত শক্তিশালীও কেউ নই যে কাউকে ধমকে বা শক্তি প্রদর্শন করে কারো মুখ বন্ধ করে রাখব। তবু আপনাদের মাধ্যমে জানাতে চাই, কাগজপত্রের বিপরীতে কারো যদি আমার সিনেমার কাজে কোনো টাকা বকেয়া থেকে থাকে তাহলে আমি নিজে চেষ্টা করব সেটা পরিশোধ করতে। আর যারা আমাকে চেনেন তারাও অন্তত জানেন, যেকোনো সিনেমার কাজ আমি সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা করি। তবে অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।




আট বছর পর বড় পর্দায় অপূর্ব, সঙ্গে রাইমা সেন

জন্মভূমি নিউজ ডেস্ক :
খবরটা আগেই জানা গিয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন ঢাকার জনপ্রিয় টেলিভিশন নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অবশ্য ইউটিউব আর ওটিটির কল্যালে ওপাড়েও সমান জনপ্রিয় এই তারকা। সেই সুত্রেই তার কলকাতায় নতুন সিনেমায় অভিনয়।

তবে এবারই বড় পর্দায় অভিনয়, এর আগেও দেশে বড়পর্দায় অভিনয় করেছেন তিনি। সেটাও প্রায় আট বছর আগের কথা। বলা যায় প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতা। ছবিটির নাম চালচিত্র।
অপূর্বর সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন রাইমা সেন।

ভারতীয় গণমাধ্যম সুত্রে সিনেমাটির গল্প প্রসঙ্গে জানা যায়, পূজার আগে কলকাতা শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে। আর সেই খুনের তদন্তে নামে পুলিশবাহিনী। ‘চালচিত্র’ নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন।

যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন! এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। এতে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। অপূর্ব ভক্তদের জন্য এবার সুখবর, আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি। এখানেই কিন্তু শেষ নয়।

একই তারিখে সম্ভবত মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’। তাই অপূর্বের প্রতিযোগিতায় সঙ্গী হচ্ছেন দেব।
প্রতিম ডি গুপ্ত এই ‘চালচিত্র’ এর পরিচালক। এর আগে ‘‌সাহেব বিবি গোলাম’, ‘‌মাছের ঝোল’, ‘‌আহারে মন’, ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছে প্রতীম। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘‌লাভ আজ কাল পরশু’ মুক্তি পায় ২০২০ সালে। প্রতীমের প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ ‘‌টুথপরি: হোয়েন লাভ বাইট’। সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্সে।

পরিচালক জানিয়েছেন, শহরে পরপর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছরের পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল রয়েছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে—সেটা নিয়েই এই সিনেমা। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। রয়েছেন স্বস্তিকা দত্ত ও ব্রাত্য বসু। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা।




সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী

বিনোদন ডেস্ক:
চলতি বছরেই নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক হয়েছে মন্দিরা চক্রবর্তীর। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

প্রথম সিনেমাতেই নিজের লুক, অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। এর আগে বিভিন্ন নাটকে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে খুব সচেতন মন্দিরা। নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি।

মাসখানেক ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। সেখান থেকেই রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি।

প্রতিনিয়ত নতুন নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা। তার সাহসী অবতার নেটিজেনদের হৃদয়েও যেন ঝড় তুলছে।

কখনো শাড়ি, কখনো স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী।

অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে মন্দিরার। কত্থক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন।

চলতি বছরে নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। অভিষেক সিনেমাতেই পেয়েছেন নাম চরিত্র আর ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে। এই নির্মাতার ‘কাজল রেখা’র পর যুক্ত হয়েছেন ‘নীল চক্র’-তে।

কাজের ফাঁকেই সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তের ছবি, অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে শেয়ার করছেন




আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে বিয়ে করতে ও পারছি না

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। বিতর্ক যার পিছু ছাড়ে না। ফিল্ম ইন্ডাস্ট্রির কন্ট্রোভার্সি কুইনও বলা হয় এই নায়িকাকে।

চলতি বছরেই অভিনয়ের গণ্ডি পেরিয়ে রাজনীতির জগতে পা রেখেছেন ৩৮ বছর বয়সী এই নায়িকা। বয়স ৪০ ছুঁইছুঁই কঙ্গনা এখনও বিয়ে করেননি।

তাই বলে অভিনেত্রীর জীবনে প্রেম আসেনি এমনটা নয়। বিবাহিত আদিত্য পাঞ্চোলির সঙ্গে লিভ ইন থেকে শুরু করে শেখর সুমন পুত্র অধ্যয়নের সঙ্গে প্রেম! যেই তালিকায় ছিল অভিনেতা হৃত্বিক রোশনের নামও।

তার মানে, কঙ্গনার জীবনে প্রেম এসেছে বারবার, তবে টেকেনি সম্পর্ক। রাজনীতিতে পা রাখার পর তাই আবারও উঠেছে অভিনেত্রীকে নিয়ে সেই প্রশ্ন, কবে বিয়ে করবেন কঙ্গনা?

আপ কি আদালতের এসে অভিনেত্রী এবং বিজেপি সাংসদ ফাঁস করলেন কেন বিয়ে হচ্ছে না তার। কঙ্গনা বলেন, তাকে ঘিরে নেতিবাচক প্রচারের কারণে বিয়ে করতে পারছেন না।

অভিনেত্রী মজা করে বলেন, একবার তার হবু শ্বশুর-শাশুড়ি বিয়ের আগেই পালিয়ে যান, কারণ পুলিশ কঙ্গনাকে তলব করেছিল।

বিয়ে নিয়ে মতামত জানতে চাইলে কঙ্গনা লজ্জায় লাল হয়ে বলেন, ‘এখন, আমি এই বিষয়ে কী বলব? বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো, আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বাচ্চা নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে আমি বিয়ে করতে পারছি না। আমার বিরুদ্ধে এত বেশি মামলা আছে যে, যখনই আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হই, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা সমন পাঠানো হয়। এমনকি একবার আমাকে তলব করা দেখে হবু শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের আগেই পালিয়ে যায়!’

কঙ্গনার পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন অভিনেত্রী নিজেই।

কঙ্গনা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিকের। ছবিটি ১৯৭৫ সালে দেশে জারি হওয়া জরুরি অবস্থার প্রেক্ষাপটে নির্মিত।




‘প্রকৃতি হিসাব রাখে মা’, শেখ হাসিনাকে ইঙ্গিত করে লিখলেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত–সমালোচিত নায়িকা পরীমনি। তিন বছর আগে অর্থাৎ ২০২১ সালের ৮ জুন রাজধানীর বোট ক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছিলেন নায়িকা। এ অভিযোগে মামলাও করেছিলেন। এর পর থেকেই পরীমনির বোট ক্লাব–কাণ্ড টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। সংবাদ সম্মেলন করে তাঁর সঙ্গে হওয়া হেনস্তার বর্ণনাও দিয়েছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। যদিও এ বিষয়ে মুখ খুলে উল্টো ফেঁসে যান পরীও। পরীমনির বাসায়ও চালানো হয় অভিযান। সেটি তিনি লাইভ করে ভক্ত-অনুরাগীদেরও দেখিয়েছিলেন।

ওই বছরের ৪ আগস্ট নিজ বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। গ্রেপ্তারের দিনও লাইভে গিয়ে শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করেন পরী। কিন্তু সেদিন শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েও রেহাই পাননি তিনি।

গ্রেপ্তারের পর পরীকে তিন দফায় রিমান্ডেও নেওয়া হয়েছিল। পরে ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমনি। কিন্তু গ্রেপ্তারের দিনটি এখনো পরীর জীবনের কালরাত। সেই ৫ আগস্টের কথা এখনো ভুলতে পারছেন না নায়িকা।
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তাঁর পতনের পরই সেই ভয়াল ৫ আগস্টের স্মৃতিচারণা করেছেন এই নায়িকা। এ দুটি ঘটনার মধ্যেই যোগসূত্র খুঁজে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রকৃতি হিসাব রাখে মা।’ সঙ্গে জুড়ে দেন বাংলাদেশের পতাকা।

সামনে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ এবং কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ফেলুবক্সী’তে তাঁর বিপরীতে আছেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। পাশাপাশি দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকেও।




বিয়ে করছেন নাগা, সবিতার সঙ্গে বাগ্‌দান!

বিয়ে করছেন নাগা, সবিতার সঙ্গে বাগ্‌দান!

চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণ ভারতের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। এর পর থেকে নাগার সঙ্গে অভিনেত্রী সবিতা ধুলিপালার নাম জড়ায়। নতুন খবর, দুই তারকার আজ বাগ্‌দান সেরেছেন।

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে নাগার জীবনে এক নতুন নারীর আগমনের কথা শোনা গিয়েছিল। আর সেই নারী আর কেউ নন, অভিনেত্রী সবিতা ধুলিপালা। নাগা-সবিতার প্রেমের খবরে মশগুল ছিল বিনোদনপাড়া। তাঁরা একে অপরের সঙ্গে ডেট করতেন। বিদেশে এই দুই তারকাকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। বেশ কিছুবার নাগা আর সবিতার রোমান্টিক ছবি অন্তর্জালের দুনিয়ায় ছড়িয়েছে। তবে এই প্রেমিক যুগল যে তাঁদের সম্পর্ক ঘিরে সিরিয়াস, তা তাঁদের বাগ্‌দানের খবরেই স্পষ্ট।

শোনা যাচ্ছে, আজই নাগা ও সবিতার বাগ্‌দান পর্ব ছিল। আর এই বাগ্‌দানের অনুষ্ঠান হয়েছে নাগার বাসায়। তবে নাগা বা সবিতার পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে নাগা ও সবিতার বাগদানের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন নাগার বাবা দক্ষিণি তারকা নাগার্জুনা আক্কিনেনি। নিজের এক্স হ্যান্ডেলে দুটি ছবি দিয়ে তিনি জানিয়েছেন, আজ ভারতীয় সময় সকাল ৯টা ৪২ মিনিটে নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বাগদান সম্পন্ন হয়েছে। দুজনকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘তাঁদের বাগদানে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, তাঁরা সুখী দম্পতি হবে। তাঁদের জীবন হাসি-আনন্দে ভরে উঠুক।’

কিছু ভারতীয় অনলাইন গণমাধ্যমের দাবি যে নাগা নিজে তাঁর বাগ্‌দানের খবর সামাজিক মাধ্যমে দেবেন। শুধু তা–ই নয়, একই সঙ্গে এই দক্ষিণি তারকা তাঁর আর সবিতার বিয়ের দিনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে অনেকে মনে করছেন। নাগার বাবা তথা দক্ষিণি তারকা নাগার্জুন তাঁদের বাগ্‌দানের খবরের পাশাপাশি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

নাগা-সামান্থা জুটিকে দক্ষিণ ভারতের জনপ্রিয় জুটির একটি মনে করা হতো। ২০০৯ সালে ‘ইয়ে মায়া চেসেভে’ সিনেমার সেট থেকেই তাঁদের প্রেমের শুরু। দীর্ঘ আট বছর প্রেমের পর ২০১৭ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার বছরের দাম্পত্য জীবনের পর হঠাৎই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।




ফেসবুক পোষ্টে আরিফিন শুভ সবাইকে জানালেন ভেঙে গেছে অর্পিতার সঙ্গে সংসার

বিনোদন ডেস্ক,আমাদের জন্মভূমি।।
দীর্ঘ ৯ বছরের সংসার ভাঙল আরিফিন শুভর
দীর্ঘ সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার।

৩১ জুলাই বুধবার রাত সাড়ে নয়টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি পোস্ট করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।রীতিমতো চমকে ওঠার মতো খবর জানান ভক্তদের।

আরিফিন শুভ জানান,দীর্ঘ সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি।গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার।

পোষ্টে তিনি লিখেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি জীবনসঙ্গী হিসেবে নয়।আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মত করে বাঁচবো।’

ঢালিউড ও টালিউড পাড়ায় জনপ্রিয় এই নায়ক আরও লিখেন,জীবনে অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে।কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো।

দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি লিখে পোস্ট শেষ করেন শুভ।

উল্লেখ্য,২০১৫ সালের ৬ ফেব্রুয়ারী আরিফিন শুভর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা।




নীল শর্ট ড্রেসে উন্মুক্ত ক্লিভেজ, নোরা ফাতেহির নতুন ছবি তুমুল ভাইরাল

বিনোদন ডেস্ক : বলিউডে আপাতত আইটেম ডান্সার নয়, অভিনেত্রী হিসাবেও ডেবিউ করে ফেলেছেন নোরা ফতেহি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে দক্ষিণী ফিল্মেও। সাম্প্রতিক কালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের কারণে খবরের শিরোনাম দখল করেছিলেন নোরা। তাঁকে দেখা গিয়েছে, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডান্স পারফরম্যান্স করতে। সেখানেও নজর কেড়েছেন নোরা। তবে সম্প্রতি পার্টি সিজনে তাঁর স্টাইল চমকে দিয়েছে সকলকে।

নোরার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে নোরার পরনে রয়েছে মেটালিক ব্লু রঙের শর্ট ড্রেস। ড্রেসটি ফুলস্লিভ। এটি অফ শোল্ডার। কোমর ও শোল্ডারের ডিজাইন অ্যাসিমেট্রিক। ডিপ নেক ড্রেসের মাধ্যমে উন্মুক্ত নোরার ক্লিভেজ।




অনন্ত-রাধিকার ‘সংগীত সন্ধ্যায়’ মঞ্চ মাতালেন জাস্টিন বিবার

১২ জুলাই সাত পাক ঘুরবেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। জামনগর থেকে ইতালি, গত চার মাস ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলার পর এবার শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। শুক্রবার (৫ জুলাই) ছিল অনন্ত-রাধিকার ‘সংগীত সন্ধ্যা’। আর সেখানেই পারফর্ম করতে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছিলেন পপতারকা জাস্টিন বিবার।




কেন খুশিতে ভাসছেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক : টলিউডে পা রাখার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও দুর্দান্ত অভিনয়, আবার কখনও ব্যক্তিগত জীবনের জন্য। কখনোই লাইমলাইট থেকে সরে দাঁড়াননি তিনি। টলিউডে ঠিকে থাকার লড়াইয়ে বারবার বাজিমাত করেছেন এই অভিনেত্রী।

বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণও করেছেন। তার আসন্ন সিনেমা দৈবীচৌধুরানি নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সবাই কমবেশি অপেক্ষায় রয়েছেন এই সিনেমার। তারই মাঝে খুশির হাওয়ায় ভাসছেন অভিনেত্রী। সদ্য গেছেন বিদেশ সফরে।

যেখানে টলিউডের একাধিক স্টাররা রয়েছেন। উদ্দেশ্য নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন। আর কয়েক দিন আগেই সবাই মিলে উড়ে গেলেন আমেরিকায়। আর সেখানেই অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।

আর সেখানে পা রেখেই আবেগঘন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরনে কালো শাড়ি, ছোট্ট একটি টিপ। মিষ্টি লুকে এ দিন সবার মন জয় করলেন তিনি।

খুশির মুহূর্তে ভাগ করে নিতে তিনি বললেন, ‘আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। এর আগে আমরা নিউইয়র্কে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা।’

তিনি বলেন, আমেরিকাতে এসে আমার মনে হচ্ছে কোনও বাঙালি পূজাতে এসে গিয়েছি। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অর্ধেক এখানেই রয়েছে। আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে। আমার ছবিও এখানে দেখানো হচ্ছে। তাই অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভালোবাসায় ভরালেন ভক্তরা। ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও শ্রাবন্তী যে বর্তমানে কেবল কাজ নিয়েই থাকতে চান, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন।

সম্পর্কের জল্পনা নতুন করে যতই চর্চায় উঠে আসুক না কেন, তিনি এই বিষয় আর বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন, তা একপ্রকার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছেন।