জয়পুরহাটের আক্কেলপুরে মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা, গুড়িয়ে দিল প্রশাসন

সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে গোপীনাথপুর দোল যাত্রার মেলায় অনুমোদন না নিয়ে পুতুল নাচের নামে অশ্লীলতা চলছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে মেলায় গিয়ে দুইটি পুতুল নাচের প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলার গোপীনাথপুরে ৫’শ বছরের ঐতিহ্যবাহী দোল যাত্রার মেলা বসে। মেলায় ঘোড়া, গরু, মহিষ, কসমেটিকস, মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ক্রয়-বিক্রয় চলে মাসব্যাপী। এবারের মেলা রমজান মাসে হওয়াই সাংস্কৃতিক ও বিনোদনের কোন অনুমোদন ছিল না। ঈদের পর দিন মঙ্গলবার থেকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে এবার একটি যাত্রপালার অনুমোদন দেয় জেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের অনুমতি না নিয়ে বিকেল থেকে মেলায় দুইটি পুতুল নাচের (ছায়াবাজি) প্যান্ডেল চলছিল। সেখানে অশ্লীল নিত্য প্রদর্শিত হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম পুলিশ ফোর্স নিয়ে মেলায় গিয়ে পুতুল নাচের দুইটি প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছে পুতুল নাচের আয়োজকরা।

মেলা দেখতে আসা আমিনুর রহমান নামের একজন দর্শনার্থী বলেন, আমি পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছিলাম। এসে দেখি এখানে পুতুল নাচের ভেতরে অশ্লীল নাচ দেখানো হচ্ছে।

মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, মেলায় প্রশাসনের অনুমতি না নিয়ে দুইটি পুতুল নাচ (ছায়াবাজি) চলছিল। সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগে তা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে তারা পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই দুইটি পুতুল নাচের প্যান্ডেলই গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সুপারিশে যাত্রার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে অশ্লীলতার অভিযোগ পেলে বন্ধ করে দেওয়া হবে।




বাহুবলে ৩ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা।

মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর গ্রামে স্বামীর বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে মোছাঃ রশিদা বেগম(৩০) নামে এক গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ১ এপ্রিল সকাল ১০ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকাল ১০ টার দিকে মোছাঃ রশিদা বেগম(৩০)স্বামী আবুবকর সিদ্দিকের বাড়িতে বিষপান করেছে বলে খবর দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক রশিদার পরিবার তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে রশিদা বেগম(৩০) এর মৃত্যু হয়। পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রশিদার ময়নাতদন্তের বিকাল ৪ টায় তার লাশ বাড়িতে আনা হয়।




মোহনপুর রায়ঘাটি ইউনিয়ন বিএনপির ঈদ পূর্নমিলনী

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩ নং রায়ঘাটি ইউনিয়ন বিএনপির আমগাছী ঈদগাহ্ মাঠে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ রা এপ্রিল বিকালে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রুস্তম আলী, পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রান ও পূর্ণ বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, আব্দুল কাদের, অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাসুদ রানা,কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান।

এই সময় আরও উপস্থিত ছিলেন রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলামীন, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান,সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সাইফুদ্দিন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন,কাওসার,মহরম আলী,শহিদুল ইসলাম, মাইনুল ইসলাম সহ প্রমূখ।




গাজীপুর শ্রীপুরে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে এসে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড ।

গাজীপুর থেকে মোঃ আব্দুস সালাম :
গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটরের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মহুয়া এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক ইমাম হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনে প্রবেশের একটু আগে জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখার পরপরই ট্রেনের চালক (লোকো মাস্টার) গতি কমিয়ে থামিয়ে ফেলেন। দ্রুত জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর ফোন কল করলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।’




জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সাবেক ও বর্তমান ছাত্রদের নিয়ে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৩ই (এপ্রিল) বেলা ১২ টায় জয়পুরহাট সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আঃ ওহাব, সাবেক ভিপি ও সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট, সাবেক ভিপি ও জিএস জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক প্রোভিপি মামুনুর রশিদ, সাবেক এজিএস ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, ছাত্রনেতা ডালিম, সাকিল হোসেন প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জেলার সব ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।




জয় বাংলার স্লোগান ডিজিটাল সাইনবোর্ড মসজিদে দান করার অপরাধে অপরাধীকে গ্রেফতার করেছে থানা পুলিশ

মোঃ শিহাব উদ্দিন টোকন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ উসকানিমূলক বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় সেই সাইনবোর্ড দানকৃত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে তাকে নাটোর আদালতে পাঠানো হয়। ওই ব্যক্তির নাম ইমদাদুল হক লিটন। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টার ওই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং দুই বছর আগে ওই সাইনবোর্ড দান করা ইমদাদুল হক লিটন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক থানায় নেওয়া হয়।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।




আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় বৃহস্পতিবার(৩ মার্চ) ঈদের চতুর্থ দিনেও উৎসবের আমেজ অব্যাহত রয়েছে।

পরিবার,বন্ধু-বান্ধব ও শিশু-কিশোরদের পদচারণায় স্টেশন ও এর আশেপাশের এলাকা যেন এক বর্ণিল মেলায় পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দূর-দূরান্ত থেকে আগত পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন। ট্রেনের যাতায়াত,স্টেশনের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য

এবং স্থানীয় স্বাদের খাবারের স্টলগুলো দর্শনার্থীদের মূল আকর্ষণ।বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে ঈদের আনন্দ উপভোগ করার প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দর্শনার্থীদের সুবিধার্থে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থা নিয়েছে।পুলিশ ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা সকলকে নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করছে।

এদিকে,স্থানীয় দোকানদার ও ফেরিওয়ালারা ঈদের এই বাড়তি ভিড়কে ব্যবসায়িক সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন। মটকা চা,স্থানীয় মিষ্টান্ন ও হস্তশিল্পের পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়েছে।

সাহাগোলা রেলওয়ে স্টেশনের এই ঈদ উদযাপন দেখতে প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।স্থানীয়রা মনে করছেন, এলাকাটির পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করছে এই উৎসবমুখর পরিবেশ।




হবিগঞ্জের মিরপুর শ্রীমঙ্গল সড়কে ঘনঘন ডাকাতির ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মোছাঃনিছপা আক্তার
বাহুবল,(হবিগঞ্জ জেলক প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মিরপুর- শ্রীমঙ্গল সড়ক ক্রমেই অরক্ষিত হয়ে পড়েছে। ঢাকা-সিলেট পুরাতন এ মহাসড়কে গাছ ফেলে বিগত ২ মাসে ছোট বড় অন্তত ৬ টি ডাকাতি সংঘটিত হয়েছে। মুছাই পাহাড়ে লেবু, আনারস, চা ও রাবার বাগান ঘেরা আঞ্চলিক এই মহাসড়কের নিরাপত্তায় রয়েছে বাহুবল থানার অধীনে কামাইছড়া পুলিশ ফাঁড়ি অপর প্রান্তে শ্রীমঙ্গল উপজেলার লছনায় রয়েছে সাতগাঁও হাইওয়ে থানা ।

মুছাই পাহাড়ের দুই প্রান্তে দুটি পুলিশ ফাঁড়ি থাকলেও অরক্ষিত হয়ে পড়েছে সড়কটি।এতে আশপাশের বাসিন্দাসহ এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের শ্রমিক ও যাত্রী সাধারণ চরম নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন। ঘন ঘন ডাকাতির ঘটনা ঘটলেও উল্লেখযোগ্য কোন দূর্বৃত্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের প্রতি প্রশ্ন ছুড়ে ক্ষোভ ঝাড়ছেন অনেকে।

অভিযোগ উঠেছে, ডাকাতির খবর জানালেও পুলিশ ঘটনাস্থলে যেতে অহেতুক বিলম্বের কারণে ডাকাতরা নিরাপদে চলে যায়। লছনা হাইওয়ে পুলিশ পাহাড়ের ভিতর টহলে থাকার কথা থাকলেও ৬ কিলোমিটার দূরে তারা মিরপুর চৌমুহনায় চায়ের আড্ডায় মগ্ন থাকেন। অথচ লছনা থেকে কামাইছড়া পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। আর কামাইছড়া থেকে মিরপুর ৬ কিলোমিটার। মাত্র ৪ কিলোমিটার দৈর্ঘ্য সড়কের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে উল্লেখিত দুই পুলিশ ফাঁড়ি।

সর্বশেষ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে ১ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে। কামাইছড়া পুলিশ ফাঁড়ির দু’শ গজ দূরে মিরপুর- শ্রীমঙ্গল সড়কের ফিনলে চা বাগানের ভিতর। ১০/১২ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে যানবাহন আটকিয়ে লুটতরাজ চালায়। সশস্ত্র ডাকাতরা দুটি প্রাইভেটকার ও রুপসী বাংলা বাসের স্টাফ ও যাত্রীদের নিকট থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যায়।

অর্ধঘন্টা ঘন্টা সময় ধরে চলা ডাকাতিকালে হবিগঞ্জ সিলেট বিরতিহীন, ঢাকা সিলেট রুটের শ্যামলী ও হানিফ বাসে ডাকাতরা হানা না দেওয়ায় অনেকের মাঝে কৌতুহলের জন্ম দিয়েছে। স্থানীয় সূত্র জানায় ত্রি কোয়ার্টার প্যান্ট পরা ১০/১২ জনের ডাকাতরা কামাইছড়া লামাবাজার ক্রস করে রশিদপুরের দিকে চলে গেলেও পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি।

এ ব্যাপারে ফিনলে চা বাগানের বাবু আব্দুস সালামের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাতের আঁধারে তার অধীনে চা বাগানে কর্মরত পাহারাদারদের তথ্য দিতে গড়িমসি করেন। পাহারাদাররা স্থানীয় অনেক ডাকতকে চিনতে পারলেও সালাম বাবু ধামাচাপা দিচ্ছেন।

কামাইছড়া এলাকার বাসিন্দা মাসুক মিয়া বলেন, কামাইছড়া থেকে মুছাই পর্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় ডাকাত দলের সেফ জোন হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি বলেন, এক মাসের ব্যবধানে তিনবার এ সড়কে ডাকাতি হয়েছে।

বড়গাঁও গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, বাহুবল ও চুনারুঘাট থানার পুলিশ যৌথ অভিযান দিলে অনেক ডাকাতকে আটক করা সম্ভব হবে।

সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, ডাকাতির খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতরা নিরাপদে পালিয়ে যায়। তিনি বলেন, চুনারুঘাটের রানীগাঁও এবং আশেপাশের কিছু চোর-ডাকাত এ সব ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে ।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।




নওগাঁয় বোরো ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মান্দায় বোরো ধানের খেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)। তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বুলবুল।
গ্রেপ্তার বুলবুলের দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদি হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। নিহত জব্বারের স্বজনদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল। এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল জব্বার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় গত বুধবার দুপুরে তালপুকুরিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।#




রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার কাছ থেকে টাকা লুট করা হয় বলে দাবি সালমার পরিবারের।

গতকাল সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১ টার পর যেকোন সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৮ দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ সালমা বেগমের মরদেহ উদ্ধার করে।

সে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর গ্রামের সৌদি প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।

সালমার শ্বাশুড়ি লতা বেগম বলেন, আমার ছেলে আজাদ দেড় বছর আগে সৌদি আরব যায়। সৌদি যাওয়ার পর তার স্ত্রী সালমা সাদিক নামে সাত বছরের ছেলে ও সিনহা নামে পাঁচ বছরের এক মেয়ে নিয়ে বাড়িতেই থাকতেন। সোমবার রাত ১১টার দিকে সালমা দুই সন্তান নিয়ে ঘুমাতে যায়।

সকালে উঠে দেখি সাদিক ঘরের ভেতর কান্না করছে। বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে ঘরের ভেতর সামলার মরদেহ দেখতে পাই। তার গলায় ওড়না পেচানো, শরীর কাঁথা দিয়ে ঢাকা।

তিনি আরও বলেন, আমার ছেলে ঈদের আগে সৌদি আরব থেকে এক লাখ টাকা পাঠিয়েছিল। সালমাকে হত্যা করে ঘর থেকে টাকা ও সালমার নাকফুল নিয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, সালমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটন ও এর সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী