রাজশাহীর রেল স্টেশন থেকে হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার করে র‍্যাব

মোঃ কাজী আব্দুল হালিম
রাজশাহীর রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার কজরে। গ্রেপ্তার মাদক কারবারীর নাম জমসেদ ওরফে নওসাদ ওরফে নাসা (৫৬)। তিনি গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে মাদক কারবারী নাসা হেরোইন নিয়ে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীবেশে অবস্থান করছে। এসময় র‌্যাব তার গতিবিধি লক্ষ্য করে শুক্রবার রাত ১টার দিকে অভিযান চালায়।

এসময় নাসাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়। নাসা একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব। তাকে রেলওয়ে পাকশি থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।