মোহনপুরে খাদ্য অধিদপ্তর কর্তৃক, হত-দরিদ্রের মাঝে খাদ্য শষ্য বিতরণে ডিলার নিয়োগ

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী মোহনপুর উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত হত দরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরণ ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাউল এর জন্য বাকশিমইল ইউনিয়নে ও জাহানাবাদ ইউনিয়নে ডিলার নিয়োগ হয়েছে।

ডিলার নিয়োগ যারা পেলেন তারা হলেন বাকশিমইল ইউনিয়নের মেডিকেল মোড়ের জন্য শফিকুর রহমান ফিফটি।ধোপাঘাটা বাজারের জন্য জামাল উদ্দিন,এবং জাহানাবাদ ইউনিয়নে কুঠিবাড়ি বাজারে দুলাল হোসেন, জাহানাবাদ বাজারে বেলাল হোসেন।