কালাইয়ে বিএনপির মতবিনিময় সভা।

সুকমল চন্দ্র বর্মন কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার পুনটের শিকটা গ্রামে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুনট ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যাগে শনিবার বিকেল ৪টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় মাওলানা মো. আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর সরকারের সহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম।
প্রধান বক্তার বক্তব্য দেন পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এলান।
বিশেষ অতিথির বক্তব্যে দেন জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম রাসেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান তোতা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফি। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান বাদশা, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল বারী দুলাল, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল প্রমুখ।