সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের নামে আরেকটি মামলা

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে আরো একটি মামলা দায়ের হয়েছে। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় মোট আসামী করা হয় ৪৪১ জনকে। সাবেক সিটি মেয়র লিটনসহ ১৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তার বাড়ি নগরের তেরোখাদিয়া মহল্লায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারের বরাত দিয়ে ওসি জানান, গত ৫ আগস্ট নগরের রানীবাজারে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, মামলার আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দলের প্রভাবশালী নেতা খায়রুজ্জামান লিটনের নামে রাজশাহীতে এ পর্যন্ত ৫টি মামলা হয়েছে।
উল্লেখ, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন বিকেলেই স্ব-পরিবারে গা ঢাকা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শোনা যায় তিনি এখন ভারতে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *