নাটোর সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহবুব আলম বুলবুল (৪৩) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ২ টায় নাটোর-বগুড়া মহাসড়কের রনবাঘা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থাপনদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান সূত্রে জানা গেছে, নিহত ইউপি সদস্য মাহবুব আলম বুলবুল মোটর সাইকেল যোগে তার সহ ধর্মিনী স্থাপনদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াছমিনকে নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। রনবাঘা এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ গ্রামে বাড়ি বড়িয়াতে দাফনের প্রস্তুতি চলছে।
সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।