মোঃআমির হোসেন স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। মৃত গোলাপী বেগম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর নামক স্থানে।
সদর থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন।
এমন সময় নরেন্দ্রপুর ইটভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াই’শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।