টানা ৩বার জেলায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন কোতোয়ালির তদন্ত ওসি আনোয়ার হোসন

আরিফ রববানী ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাহসী ও চৌকস অফিসার হিসাবে খ্যাত কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন টানা ৩বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ( ১১ জুন) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের জুন মাসের মাাসিক কল্যাণ সভা-২৪ উপলক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন সভার সভাপতি ও জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া।
সভায় জুন-২৪ মাসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি, জেলার আইনশৃঙ্খলা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার তদন্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
২০২৪ সালের মে মাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া ময়মনসিংহ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেছেন।
২০২৪ সালের মে মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান ও ওয়ারেন্ট তামিলে সেরা সাফল্যের জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেনকে পূরষ্কৃত করেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া।
আনোয়ার হোসেন জানান, এ সাফল্য কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ স্যারসহ আমার সকল সহকর্মী সহ প্রিয় কোতোয়ালিবাসীর সহযোগিতার ফল। সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। সকলের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো কাজের প্রত্যাশা করেন তিনি । তিনি ময়মনসিংহের কোতোয়ালি বাসীর দোয়া ও সহযোগিতা নিয়ে জনগনকে আরও ভাল সেবা প্রদান করবেন বলেও জানান।