রাজশাহীর বাঘায় বাল্যবিয়ে প্রতিরোধে গ্রাম পর্যায় কাজ করছে ব্র্যাকের সজাগ দল।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা সেলপ কর্মসূচির আয়োজনে গ্রাম পর্যায়ে বৃহত্তর সামাজিক আন্দোলন সৃষ্টি এবং ব্যাপক সচেতনতা বৃদ্ধি করার প্রয়াসে ঐক্যবোধ্য শক্তিশালী গ্রামীন ইউনিট হিসেবে ১৫ সদস্য বিশিষ্ট সজাগ দলের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১০ই জুন) বিকেল ৫ টায় বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বেলগাছি গ্রামের মাজার প্রাঙ্গনে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঘা উপজেলার ব্র্যাক সেলপ অফিসার মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সেলপ কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মোসাঃ সুফিয়া বেগম, বাজুবাঘা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ও সজাগ দলের সদস্য মোসাঃ মিনতি বেগম সহ ইমাম, শিক্ষক, সুশীল সমাজ প্রতিনিধি, গ্রাম পুলিশ, পল্লী সমাজ সদস্য, যুবক ও স্বপসারথি দলের সদস্য সহ সজাগ দল কমিটির মোট ১৫ জন।

উল্লেখ্য, বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা সেলপ কর্মসূচি রাজশাহীর বাঘা উপজেলার ৮ টি গ্রামে পাইলট প্রকল্পের আওতায় স্বপ্নসারথি কিশোরী নিয়ে জীবন দক্ষতা উন্নয়ন সেশন, অভিভাবক সভা, সজাগ দলের সভা, ইউনিয়ন মতবিনিময় সভা, উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা, ঝুকিপূর্ণ কিশোরীদের মাঝে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম পরিচালনা, গননাটক মঞ্চায়ন বাস্তবায়ন করে যাচ্ছেন।