মোহনপুরে আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ত্রি-মূখী লড়াই

মোহনপুর প্রতিনিধিঃ
আগামী ২৯ শে মে বুধবার মোহনপুরে আগামীকাল তৃতীয় ধাপে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে।
এই উপজেলায় এবারে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছে।
এদের মধ্যে জানা যাচ্ছে কাপ পিরিচ প্রতীকে আল-মোমিন শাহ গাবরু,ঘোড়া প্রতীকে আলহাজ্ব এনামূল হক,এবং আনারস প্রতীকে আফজাল হোসেন বকুল এই তিন প্রার্থীর মধ্যে ত্রি-মূখী লড়াই হবে বলে অনেকে ধারণা করছে।
এছাড়াও আরও দুই জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন,দোয়াত কলম প্রতীকে মেহবুব হাসান রাসেল ও মটর সাইকেল প্রতীকে আলমগীর মোরশেদ রন্জু।অনেকে মনে করছেন এবারে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে বর্তমান এমপি মোহাঃ আসাদুজ্জামান আসাদ ও সাবেক এমপি আয়েন উদ্দিনের মধ্যে নির্বাচনী লড়াই।
বর্তমান এমপি মোহাঃ আসাদুজ্জামান আসাদ এর প্রার্থী চার জন।
এবং সাবেক এমপি আয়েন উদ্দিন এর প্রার্থী একজন।দেখা যাচ্ছে বর্তমান এমপির ভাইয়েরা আনারস প্রতীকে আফজাল হোসেন বকুল এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এবারে বিধিনিষেধ থাকার কারনে বর্তমান এমপি নির্বাচণী প্রচারণায় সরাসরি মাঠে নামতে পারছেন না।এদিকে সাবেক এমপি আয়েন উদ্দিন কাপ পিরিচ মার্কা আল-মোমিন শাহ গাবরু এর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তাই অনেকে মনে করছেন সেই দিক দিয়ে কাপ-পিরিচ প্রতীক আল-মোমিন শাহ গাবরু জয়ের পাল্লাটা একটু বেশি ভারী।
আবার আনারস ও ঘোড়া প্রতীক তারাও মনে করছেন এবারে চেয়ারম্যান আমিই হবো।
অনেকে মনে করছেন যেহেতু এবারে দলীয় প্রতীক নাই।সেহেতু এবারে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ,সুন্দর,শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন হবে।এখন দেখার বিষয় আগামী ২৯ শে মে বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে জনসাধারণেরা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।