বড়াইগ্রামের খাদ্য গুদামে আভ্যন্তরিন বোরো সংগ্রহের উদ্বোধন

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রামের বনপাড়া খাদ্য গুদামে আভ্যন্তরিন বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।আজ ১৪ই মে-২৪ মঙ্গলবার দুপুর ১২টায় খাদ্য গুদামে এই উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন, নাটোর -৪(বড়াইগ্রাম -গুরুদাসপুর) আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী । এছাড়া এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজী, বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মবিদুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও মিয়াজী অটো রাইস মিলের স্বত্বাধিকারী আবুল বাশার মিয়াজী,বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আঃ বারী, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, সাংবাদিক সাহাবুদিন ইসলাম শিহাব, মোহাম্মদ আলী গাজী সহ ব্যবসায়ী ও সুধীজন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, সরকারী নীতিমালা মেনে আমরা উপজেলার বৈধ লাইসেন্সধারী ৮টি অটো ও ২৩টি হাস্কিং মিলের মালিকদের কাছ থেকে প্রতি কেজি ৪৫ টাকা দরে ৭৬৩৯ মেঃটন চাল ক্রয় করা হবে। এছাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে কৃষি কার্ডের মাধ্যমে প্রতি কেজি ৩২ টাকা দরে ৫৭৬ মেঃটন ধান ও ৩৪ টাকা দরে ১০৯৯ মেঃটন গম ক্রয় করে সংগ্রহ করা হবে। এই সংগ্রহ ১৪ই মে-২৪ হতে আগামী ৩১শে আগষ্ট -২৪ পর্যন্ত সময়সীমা ধার্য্য করা হয়েছে।।