নরসিংদীর ২ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৭ জন

মোঃ মাসুদ নরসিংদী,
নরসিংদী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর প্রথম ধাপে
নরসিংদীর দুই উপজেলায়পরিষধ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (৪)চার জন ভাইস চেয়ারম্যান পদে (৬) ছয় জন, মহিলা ভাইস চেয়ারম্যান (৩) তিনজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নরসিংদী পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে(৩) তিনজন ভাইস চেয়ারম্যান পদে(৩) তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (২)দুইজন মনোনয়ন পত্র দাখিল করেছেন । ১৫ ই এপ্রিল রোজ সোমবার জেলা রিটানিংও নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম দুই উপজেলার মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলা ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন সহ মোট (২১)একুশ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।
তিনি আরো জানান এবারই প্রথম স্ব -স্ব পদে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন কমিশন, বরাবর মনোনয়ন ফরম পূরণ করে মনোনয়ন পত্র জমা দিতে হয়েছে। এতে নির্বাচন কমিশন অফিসে প্রার্থী ও সমর্থকদের কোন ভিড় ছিল না।
এরা হলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান পদে সিলমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আব্দুল বাকির, মাধবদী পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জলিল হোসেন , ও হালিমা হাবিজ, মোহাম্মদ ওয়ালিউর রহমান, কফিল উদ্দিন ভূঁইয়া, শরীফ মিয়া, ওসমান গনি,মোশারর হোসেন, ভাইস চেয়ারম্যান পদে (মহিলা), মোসাঃ শাহিদা বেগম, আনজুমান বেগম ও সোহানা আক্তার
নরসিংদীর পলাশ উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক, ও কাজী নজরুল সরোয়ার, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ), মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ ক্বারী অলি উল্লাহ সরকার , ও সাইফুল ইসলাম গাজী । ভাইস চেয়ারম্যান পদে (মহিলা), মোসাঃনাছিমা সুলতানা , ও সেলিনা আক্তার।
সরকারি রিটানং ও উপজেলা নির্বাচন অফিসার সূত্রে জানা যায় মনোনয়ন যাচাই-বাছাই ১৭ ই এপ্রিলএবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ২২এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, এবং আগামী ৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হইবে । দুই উপজেলার ৩টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৭লক্ষ ১৯ হাজার ৮শ ৭৭জন। এর মধ্যে পুরুষ ৩ লক্ষ ৭১ হাজার ১শ ৩০জন। ও মহিলা ৩লক্ষ্য ৪৮ হাজার ৭শ ৩৬ জন। হিজড়া ১১ভোট। ভোট কেন্দ্রের সংখ্যা ২৩৮ এবং ভোট কক্ষের সংখ্যা ১৬৭১টি বলে তিনি জানান ।