নাটোর লালপুরে এক যুবকের লাশ উদ্ধার

স্বাধীন আলম হোসেন
লালপুর নাটোর প্রতিনিধি
লালপুরে রাস্তার পাশে থেকে সোহেল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
নিহত সোহেল গত সোমবার ১১ মার্চ রাত অনুমান ২টার দিকে এয়ারপোর্ট মোড়ে তার দোকান থেকে একটি টেলিভিশন নিয়ে বের হয়। রাত্রে বাড়িতে ফিরে না আসায় তার বাড়ির লোকজন লালপুর থানা কে অবহিত করে। পরবর্তীতে আজ মঙ্গলবার ১২ মার্চ সকাল অনুমান সাড়ে ৭টার দিকে এলাকার লোকজন এয়ারপোর্ট মোড়ের দক্ষিনে শফিকুল ইসলাম এর বাড়ীর পিছনে ভুট্টার ক্ষেতের মোঃ সোহেল কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালপুর থানা পুলিশকে খবর দেয়।এমববস্থায় ধারণা করা হচ্ছে গত ১১ মার্চ রাত ২টা হতে ১২ মার্চ ভোর ৪টার মধ্যে যেকোনো সময় কে বা কাহারা সোহেলকে মেরে ফেলে রেখে যায়।