কানাডার রাজধানী অটোয়ায় এক মা ও তার চার সন্তানসহ ছয়জনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে। নিহত ঐ নারীর স্বামীও ছুরিকাঘাতে আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি আছেন।
ইমার্জেন্সি কলে তথ্য পেয়ে পুলিশ বুধবার রাত ১১টার আগে অটোয়ার বারহাভেনের এক বাড়িতে গিয়ে মৃতদেহ খুঁজে পায়। নিহত নারীর বয়স ৩৫। তার চার সন্তানের বয়স ৭, ৪, ২ ও ২ মাস। ৪০ বছর বয়সি আরেক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঐ পরিবারের পরিচিত ছিলেন।
পুলিশ ১৯ বছর বয়সি শ্রীলঙ্কার শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে। তিনি ঐ পরিবারের পরিচিত ছিলেন এবং ঐ বাড়িতে থাকতেন। তার বিরুদ্ধে ছয়জনকে হত্যা ও একজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে অটোয়ার পুলিশ প্রধান এরিক স্টাবস জানান, সন্দেহভাজন ব্যক্তি ও ঐ পরিবারের সঙ্গে আগে পুলিশের কোনো যোগাযোগ ছিল না। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনাকে ‘ভয়ংকর ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছেন।
অটোয়ার মেয়র মার্ক সাটক্লিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘আমাদের শহরের ইতিহাসে এটি সহিংসতার সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে একটি।” অটোয়ায় প্রায় ১০ লাখ মানুষ বাস করেন। ২০২৩ সালে সেখানে ১৪টি ও ২০২২ সালে ১৫টি হত্যার ঘটনা ঘটেছিল।
২০২২ সালের ডিসেম্বরে কানাডার টরন্টোতে এক ব্যক্তি পাঁচজনকে গুলি করে। পরে পুলিশের গুলিতে তিনি মারা যান। এ বছরের সেপ্টেম্বরে ক্যানাডার পশ্চিমাঞ্চলীয় সাসকেচোয়ান রাজ্যে এক ব্যক্তি ১১ জন মানুষকে ছুরিকাঘাতে হত্যা করেন। তাকে গ্রেপ্তার করার কিছুক্ষণ পর তিনি অতিরিক্ত কোকেন সেবনের কারণে মারা যান। সূত্র: ডয়চে ভেলে।