জন্মভূমি ডেক্স
রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউ গ্রেফতার হয়নি।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকার বাবুর বাড়ির পাশে অবস্থিত আমবাগানের মধ্য ১টি প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় আছে। এমন সংবাদের প্রেক্ষিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৮০ তোবল ফেন্সিডিল উদ্ধার করে।