রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম

মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম অদ্য ২৭/০২/২০২৪ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণাসহ বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করেন। এ সময় সাহসিকতার সাথে অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কর্তব্যে সততা, নিষ্ঠা ও দক্ষতা প্রদর্শন, জনসাধারণের জন্য আইনী সেবা নিশ্চিত করণের মাধ্যমে প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)- এ ভূষিত করায় লালমনিরহাট জেলা পুলিশের সকল সদস্যের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন। পুলিশ সুপার বলেন, “এই অর্জন শুধুমাত্র আমার একার কৃতিত্ব নয়, এই কৃতিত্ব লালমনিরহাট জেলা পুলিশের সকল অফিসার ও সদস্যের”। পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে এই গৌরবময় সম্মাননায় সম্মানিত করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । তাঁর এই পদক প্রাপ্তিতে লালমনিরহাট জেলা পুলিশের প্রতিটি সদস্য আরও অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব আরও সুচারুরূপে পালন করবে আমাদের দৃঢ় বিশ্বাস