গোদাগাড়ীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর গোদাগাড়ীতে ৬৫০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার রাত সাড়ে ১১টার উপজেলার হরিশংকরপুর গ্রাম থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম রাশিদা খাতুন (৫৮)। তিনি ওই গ্রামের মৃত শাখাওয়াতের মেয়ে।

মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে র‌্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিদা খাতুন বাড়িতে হেরোইন বিক্রি করার জন্য মজুত করে রেখেছিলেন। তার বাড়িতে অভিযান চালানো হলে এক ব্যক্তি ঘরের দরজা খুলে পালিয়ে যায়। রাশিদাকে আটক করা হয়।

তার বাড়ি তল্লাশী করে বসত ঘরের মাটির তৈরির বড় পাত্রের মধ্যে গোবরের মধ্যে হেরোইন লুকানো ছিল। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *