উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রভাষক- মো: এরশাদ আলী, তানোর, রাজশাহী
শিক্ষার মান উন্নয়নের অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় আজ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ (ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং) এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মো: ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য, রাজশাহী-১ ( তানোর – গোদাগাড়ী)। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: লুৎফর হায়দার রশীদ, চেয়ারম্যান তানোর উপজেলা।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী। আরো উপস্থিত ছিলেন মোসা: মনিরা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গন।
আজকের এই প্রতিযোগিতায় তানোর উপজেলার মোট ১২৮ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠান উদ্বোধন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপরেই শুরু হয় শিক্ষকদের সহযোগিতায় বিভিন্ন খেলাধুলা। ছোট শিক্ষার্থীরা মেতে উঠেন নিজ নিজ খেলায়। বিভিন্ন খেলার মধ্যে বালক বালিকাদের দৌড়, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, দীর্ঘ লাফ সহ নানান ধরনের খেলা। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ গ্রহন করেন ছোট্ট শিক্ষার্থীরা। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।