অসুস্থ ডিপজল, চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার নেওয়া হতে পারে সিঙ্গাপুরে

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার নেওয়া হতে পারে এই অভিনেতাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।

অসুস্থ ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছেন অভিনতা মিশা সওদাগর, জায়েদ খান ও জ্যাকি আলমগীর। এ ছাড়া ডিএমপি ডিবি প্রধান হারুন অর রশীদও তাকে দেখতে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিপজল এক পোস্টে লিখেছেন ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবিপ্রধান হারুন ভাই, মিশা ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনা করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন।

কিছুদিন আগেই ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ডিপজলকে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনা করছেন।

নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন।