আরএমপি শাহমখদুম থানায় মোবাইল ও অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মোবাইল এবং অটোরিকশা চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোবাইল চুরির অভিযোগে রাজপাড়া থানার ভেড়িপাড়া এলাকার মৃত জব্বার ড্রাইভারের মেয়ে মোসা. নাসিমা বেগম (৪৯) এবং অটোরিকশা চুরির মামলায় এয়ারপোর্ট থানার ডা. হাফিজ উদ্দিন খানের ছেলে শাকিল ওরফে জুম্মন (২৮) ও বোয়ালিয়া থানার কয়েরদারা এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লা ওরফে আলিফ (২২)।

পুলিশ জানায়, গত ১৯ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর মোবাইল ফোন চুরির সময় স্থানীয়রা নাসিমা বেগমকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোছা. মাছুমা মুস্তারীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি চোরাই মোবাইল, নগদ ৩ হাজার ৭০০ টাকা, একটি ব্লেড ও শোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, চলতি মাসের ৪ জুন দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে এক রিকশাচালককে ভয়ভীতি দেখিয়ে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (২০ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে রাজপাড়া থানার বিল শিমলা এলাকা থেকে শাকিল এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে আব্দুল্লাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই মামলায় ইব্রাহিম নামের এক আসামিকে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়েছিল। ইব্রাহিমের স্বীকারোক্তির ভিত্তিতে অপর দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *