
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :: জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার খায়েস নিয়ে দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এখন পর্যন্ত ৯/১০ জন কে দৌড়ঝাঁপ চালিয়ে যেতে দেখা যাচ্ছে! তার মধ্যে আমেরিকায় অবস্থান করা ৪ জন এবং দেশের মাটিতে রয়েছে ৫/৬ জন। সংখ্যা আরো বাড়ার দৌড় ও দেখা যাচ্ছে!!
সরকারি ভাবে নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ মাঠে না থাকায় জামায়াতে ইসলামীর সাথে বিএনপি’র প্রতিদ্বন্দ্বিতা যে হবে তা অনায়াসেই বলা যায়।
যদিও বা বিএনপি’র পক্ষ থেকে নির্বাচনে প্রার্থীতা এখনো ঠিক হয়নি। কিন্তু, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরো ক’মাস আগেই প্রার্থী চুড়ান্ত করে ঘোষণা ও দিয়ে দেয়া হয়েছে।
ফলে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে প্রার্থীতা নিয়ে কোনো ধরনের বিতর্ক, সংশয় বা কোনো ধরনের গ্রুপিং-দ্বন্দ না থাকলে ও বিএনপি’র মধ্যে রয়েছে।
বিএনপি থেকে প্রার্থীতা ঘোষণা দেয়ার পর বিদ্রোহী গ্রুপ কোনো কান্ডের জন্ম দেয় কি না তা নিয়ে চলছে কানাঘুষা বিশ্লেষণ। অতিত থেকে এমন শিক্ষনীয় বিষয় এখন মীরসরাই উপজেলার সর্বোত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।
বিগত সময়ের নির্বাচনে বিএনপি থেকে মনোয়ন লাভে দৌড়ঝাঁপ চালিয়ে শেষোতক মনোনয়ন বঞ্চিত হওয়ার পর ড. এম এম এমরান চৌধুরী বিএনপি’র বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গ্লাস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেন। এমন কি বিদ্রোহ করতে গিয়ে মনোনয়ন দাবি করে তৎসময়ে সড়ক পর্যন্ত অবরোধ করা হয়।
শেষোতক বলা ব্যাঞ্ছনীয় যে, যার যার ব্যাক্তিগত ইচ্ছার ওপর কারো তো আর হস্তক্ষেপ করা যায় না।
তবে, গ্লাস মার্কার মতো সেই অবস্থায় যেনো বিএনপি’র কোনো নেতা-কর্মীরা আর ফিরে না যায় সে প্রত্যাশা করছেন বিএনপি’র সাধারণ নেতা-কর্মী সহ অনেকেই।
পরবর্তীতে বিএনপি’র প্রার্থীতার জন্য মনোনয়ন প্রত্যাশা নিয়ে যাদের দৌড়ঝাঁপ চলমান রয়েছে তাদের বিস্তারিত তুলে ধরার আগুয়ান রয়েছি আমরা।
অপেক্ষায় থেকে বিস্তারিত দেখার জন্য চোখ রাখুন-‘দৈনিক আমাদের জন্মভূমি’ পত্রিকায়।