
বিশেষ প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় রোববার কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষিরা বিক্ষোভ মিছিল করেছে। তারা অভিযোগ করেছেন, বাড়তি ভাড়া না দিলে কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতে দেওয়া হচ্ছে না। এতে সময়মতো আলু বিক্রি করতে না পারায় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।
কৃষকেরা জানান, আগে প্রতি কেজি আলুর জন্য সংরক্ষণের ভাড়া ছিল ৪ টাকা। এবার সেটি বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। মৌসুমের শুরুতে ভাড়া বৃদ্ধির বিরোধিতা করে আন্দোলন চালানো হলেও এখনো ভাড়া কমানো হয়নি। ভাড়া না দিলে আলু বের করতে দেয়া হচ্ছে না, যা কৃষকদের জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করেছে।
রাজশাহী জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আহাদ আলী। সহসভাপতি আলম আলী, সাধারণ সম্পাদক মো. মিঠু, সহ-সাধারণ সম্পাদক আবদুল গাফফার, কোষাধ্যক্ষ আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।
রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।