ধ্বংসস্তুপ থেকে আশার আলো—মাদ্রাসা শিক্ষায় নতুন যাত্রা

সোহেল আহম্মেদ লিও জয়পুরহাট : ১২ জুন ২০২৫
২০২৫ সালের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আজ জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সেমিনার রুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক।
সভায় জয়পুরহাট-১ কেন্দ্রের আওতাধীন মাদ্রাসাসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ ও সুপারগণ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মতিন, অধ্যক্ষ, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাকিম, অধ্যক্ষ, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা এবং মোঃ আব্দুর রহমান সরকার, অধ্যক্ষ, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসা, সহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মিঞা মোঃ নুরুল হক বলেন, “বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। পরীক্ষার পদ্ধতি ও ফলাফল প্রণয়নের স্বচ্ছতা নষ্ট হয়েছে। আমরা সেই ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে এসে একটি মানসম্মত ও বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “এখন থেকে পাবলিক পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা যা লিখবে, শিক্ষকরা তা-ই দেখে নম্বর প্রদান করবেন। অতিরিক্ত নম্বর প্রদান বা কমিয়ে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমাদের লক্ষ্য হলো গুণগতমানসম্পন্ন জনশক্তি তৈরি—শুধু সংখ্যাগত বৃদ্ধি নয়।”
চেয়ারম্যান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বোর্ডের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, “ইবতেদায়ি ও সিনিয়র মাদ্রাসাগুলোর জন্য নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো এতদিন অবহেলিত ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *